
মিরাজের নেতৃত্বগুণে মুগ্ধ সিমন্স
কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হঠাৎ নেতৃত্ব পেয়েই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে টাইগাররা। অ্যান্টিগা টেস্ট শেষে বাড়তিভাবে মিরাজের প্রশংসা করেছেন ফিল সিমন্স।