promotional_ad

ওয়েস্ট ইন্ডিজে অনেক বড় বড় দলও ভোগে: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
টেস্ট ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো সিরিজসেরার পুরষ্কার নিয়েছেন তাসকিন আহমেদ। অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশের কিংস্টন টেস্ট জয়ে অবদানও রেখেছেন এই পেসার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাচ জেতা যে সহজ নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তাসকিন।

promotional_ad

কিংস্টনে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন তাসকিনও। তিনে নামা কেসি কার্টি তার বলেই উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

তারপর মিডল অর্ডারে জাস্টিন গ্রিভসকে ফেরান তাসকিন। তাকে বোল্ড করে মাঠ ছাড়া করেন এই পেসার। ১০১ রানের জয়ে তাই উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বাংলাদেশের পাফরম্যান্সের গ্রাফ পড়তি অবস্থায় থাকায় ক্যারিবিয়ান বধে ইতিবাচক কিছুই খুঁজে নিচ্ছেন তাসকিন।


তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।’



promotional_ad

‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু

২৪ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো

কাঁধের চোটের কারণে মাসখানেক আগেও ভুগতে দেখা গেছে তাসকিনকে। সেখান থেকে ফিট হয়ে খেলতে নেমে সিরিজসেরার পুরষ্কার পাওয়ায় তাই বাড়তি আনন্দ দিচ্ছে দুই ম্যাচে ১১ উইকেট নেয়া এই পেসারকে। সামনে আরও সুদিনের অপেক্ষায় তিনি।


তাসকিন আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহতালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball