promotional_ad

মিরাজের নেতৃত্বগুণে মুগ্ধ সিমন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হঠাৎ নেতৃত্ব পেয়েই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে টাইগাররা। অ্যান্টিগা টেস্ট শেষে বাড়তিভাবে মিরাজের প্রশংসা করেছেন ফিল সিমন্স।

promotional_ad

গত আফগানিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডের আগে থেকে কুঁচকির চোটে পড়েছিলেন শান্ত। এরপর অনেকটা আচমকাই নেতৃত্বের দায়িত্ব চলে যায় মিরাজের কাঁধে। অল্প সময় পেলেও দলকে জয়ের কক্ষপথে ফেরান মিরাজ।


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত মিরাজ

৪ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি

নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারলেও অ্যান্টিগায় বাংলাদেশ জিতেছে ১০১ রানের বড় ব্যবধানে। ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪২ রান করার পর বল হাতে এই টেস্টে ১৩ ওভার করে একটি উইকেটও নিয়েছেন মিরাজ।


তার প্রশংসা করে সিমন্স বলেন, ‘আমি তাকে (মিরাজ) দেখে মুগ্ধ হয়েছি। অল্প সময়ের নোটিশে শান্তর থেকে দায়িত্ব নিয়েছে। দায়িত্বটি নিয়েছে ও দলকে চালিয়ে নিয়েছে। মেহেদী ও তাইজুল একে অপরের পরিপূরক হিসেবে খেলেছে। মিরাজ কিছুটা দ্রুতগতিতে রান তুলেছে, সে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করেছে।’



promotional_ad

বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ১৬৪ রান। রান রেট ছিল আড়াইয়েরও কম (২.২৮)। যদিও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ২৬৮ রান। এই সময় রান রেট ছিল ৪.৪৭। মূলত দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি বিবেচনায় আরও বেশি ইতিবাচক খেলে বাংলাদেশ।


আরো পড়ুন

ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ

৭ মিনিট আগে
ক্যারিবিয়ানদের হারিয়ে বাংলাদেশের উল্লাস, ফাইল ফটো

যার কারণে ক্যারিবিয়ানদের সামনে ২৮৭ রানের বড় লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। তিন নম্বরে খেলে শাহাদাত হোসেন দিপু করেন ২৬ বলে ২৮ রান। চারে নেমে মিরাজ করেন ৩৯ বলে ৪২ রান। আর ছয়ে নেমে জাকের আলী আটটি চার ও পাঁচটি ছক্কায় করেন ১০৬ বলে ৯১ রান। টাইগারদের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন সিমন্স।


বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ব্যাটাররা যে ইতিবাচক মনোভাব নিয়ে এসেছিল তা পছন্দ করেছি। শেষ কয়েক ম্যাচে তাদের টিকে থাকার মানসিকতা দেখা গেছে। তৃতীয় দিনে দেখলাম ওরা বলছে, ‘আমরা এখানে খেলতে এসেছি।’ এমন মনোভাব আমি পছন্দ ও উপভোগ করি। নিশ্চিত করেছি, তারা জানে যে এখন থেকে আমাদের এভাবেই খেলতে হবে। টেস্ট জয়ের জন্য তরুণ খেলোয়াড়রা অপেক্ষায় ছিল। প্রথম টেস্ট হারের পর তাদের কামব্যাক করতে দেখে ভালো লাগছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball