
বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।
৩০ সেপ্টেম্বর গৌহাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অংশ নেবে না পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার। ভারত ও শ্রীলঙ্কায় বসছে এবারের নারী বিশ্বকাপ।
২০২৫ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে। মাত্র ১০০ রুপিতে (প্রায় ১.১৪ ডলার) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন ভারতের দর্শকরা। এবারই সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা- যা পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কার থেকেও বেশি। এমনটা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। যেখানে অংশ নিচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া আটটি দল।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ক্রিকেটেও তার প্রভাব স্পষ্ট। গত বছরের ডিসেম্বরেই নির্ধারিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। সেই অনুযায়ী, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবে না পাকিস্তান। এরপর চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তৈরি হয়েছিল নতুন অনিশ্চয়তা।
নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় উৎকণ্ঠা বিরাজ করছিল বাংলাদেশ নারী দলের মাঝে। সমীকরণ মিলিয়ে থাইল্যান্ডকে হারাতে পারলেই দুইয়ে থাকা বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ওঠে যেতো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলেও সমীকরণ মেলাতে পারেননি হেইলি ম্যাথিউসরা। ক্যারিবীয়রা ছিটকে যাওয়ার পর নিগার সুলতানা জ্যোতিকে ফোন করে বিশ্বকাপে জায়গায় করে নেয়ার খবর দেন ফাতিমা সানা।
দুই দেশের সমঝোতা অনুযায়ী ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। একইভাবে ভারতে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানও খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।