বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

ছবি: বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে। নিগার সুলতানা জ্যোতির দল দুটি প্রস্তুতি ম্যাচই খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা 'এ' দল। তবে ভেন্যুতে ভিন্নতা আছে। শ্রীলঙ্কা 'এ' বিপক্ষে ২৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ।
শেষ ওয়ানডেতে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ জ্যোতিদের
২৫ জানুয়ারি ২৫
২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি-নাহিদারা। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। অজিরা খেলবে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বেঙ্গালুরুর এক্সিলেন্স গ্রাউন্ড ও এম চিন্নাস্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্যা নামবে নারী ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। ২০১৩ সালের পর এবারই প্রথম ভারতে অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। পাকিস্তান নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে পাকিস্তানের ম্যাচগুলোসহ আরও কিছু ম্যাচ রাখা হিবে শ্রীলঙ্কায়।
প্রস্তুতি ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর

* ভারত বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা
২০ মে ২৫
* সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম পাকিস্তান–কলম্বো ক্রিকেট ক্লাব
* বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’–প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৭ সেপ্টেম্বর
* অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* ভারত বনাম নিউজিল্যান্ড–চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
* শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ–কলম্বো ক্রিকেট ক্লাব
২৮ সেপ্টেম্বর
* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ‘এ’–সেন্টার অব এক্সিলেন্স, বেঙ্গালুরু
* পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ‘এ’–কলম্বো ক্রিকেট ক্লাব