নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

ছবি: বাংলাদেশ দল

তারা দলে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে। রুবিয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, তবে কোনো ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
১৫ জুলাই ২৫
উইকেটকিপার ব্যাটার হিসেবে তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। মাত্র ১৭ বছর বয়সী নিশিতা, দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।
দলে ফিরেছেন সুমাইয়া আক্তারও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাবেক অধিনায়ক অধিনায়ক। তিনি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন। ব্যাট হাতে দারুণ ফর্মের প্রতিদান পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাট হাতে।

নতুন চুক্তিতে সিলেটে দলের সঙ্গে যোগ দিলেন অ্যানালিস্ট অক্ষয়
৬ ঘন্টা আগে
২৫ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ৭ ও ১০ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে টাইগ্রেসরা।
৩ ও ১৬ অক্টোবর বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভেন্যু বিশাখাপত্তনম। এরপর ২০ ও ২৬ অক্টোবর মুম্বাইয়ে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্ব শেষে ২৯ ও ৩০ অক্টোবর যথাক্রমে গুয়াহাটি বা কলম্বোতে ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাই অথবা কলম্বোতে।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।