সিমন্সের চাকরি হারানোর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন মিঠু
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে খানিকটা কোনঠাসা হয়ে পড়েছিলেন ফিল সিমন্স। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় স্বস্তি ফিরেছে ৬২ বছর বয়সি এই কোচ। তবুও গুঞ্জন উঠে চাকরি হারাতে পারেন সিমন্স। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান, সিমন্সের চাকরি হারানোর খবর পুরোপুরি গুজব।