
এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে
পাঞ্জাব কিংসের বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয়েছিল আজিঙ্কা রাহানেকে। তবে রিভিউ করার সুযোগ থাকলেও সেটা নেননি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। এ ঘটনায় নিজের ওপরই দায় নিচ্ছেন তিনি।
পাঞ্জাব কিংসের বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয়েছিল আজিঙ্কা রাহানেকে। তবে রিভিউ করার সুযোগ থাকলেও সেটা নেননি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। এ ঘটনায় নিজের ওপরই দায় নিচ্ছেন তিনি।
পিএসএলে নিজের অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচের মতো ধারাবাহিক ছিলেন নিজের দ্বিতীয় ম্যাচেও। দারুণ বোলিং করে জিতিয়েছেন দলকে। আর এতেই দলের মালিক, অধিনায়ক এবং সতীর্থ ক্রিকেটারদের প্রসংশায় ভাসছেন বাংলাদেশি এই লেগ স্পিনার।
মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিলো পাঞ্জাব কিংস। যুবেন্দ্র চাহালের অনবদ্য বোলিংয়ে এই জয় নিশ্চিত করেছে পাঞ্জাব। ম্যাচ শেষে তাই চাহালের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি শ্রেয়াস আইয়ার। পুরোনো দলের বিপক্ষে জয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি।
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচেও নিলেন তিন উইকেট। দুটি ম্যাচেই তার দল লাহোর কালান্দার্সও জিতেছে। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন স্যাম বিলিংস।
জেমস ভিন্সের সেঞ্চুরির সঙ্গে খুশদিল শাহর হাফ সেঞ্চুরিতে আগের ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৪ রান তাড়া করেছে করাচি কিংস। ফখর জামান ও ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে পাওয়া ২০১ রানের পুঁজি তাই খুব বেশি নিশ্চয়তা দিতে পারছিল না লাহোর কালান্দার্সের সমর্থকদের। তবে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার ও ভিন্সকে ফিরিয়ে লাহোরকে আনন্দে ভাসালেন শাহীন আফ্রিদি।
মোহালিতে বোলিং বান্ধব উইকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও যুবেন্দ্র চাহালের অসাধারণ ঘূর্ণি এবং মার্কো জানসেনের দারুণ বোলিংয়ে এই জয় পেয়েছে পাঞ্জাব। আসরে ছয় ম্যাচে এটি পাঞ্জাবের চতুর্থ জয়। পয়েন্ট তালিকাতেও চারে আছে শ্রেয়াস আইয়ারের দল। অপরদিকে সপ্তম ম্যাচে তিনটি জয় নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছে কলকাতা।
ব্যাটিংয়ে তারকার অভাব নেই সানরাইজার্স হায়দরাবাদের। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন… বড় বড় সব নামই আছে এই দলে। তবুও স্পিনার অ্যাডাম জাম্পার বদলি হিসেবে আরো একজন দেশি ক্রিকেটারকে দলে নিলো তারা।
ঘরের মাঠ চিপকে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। যদিও মহেন্দ্র সিং ধোনির দল নিজেদের মাঠে জিততে পেরেছে কেবল একটি ম্যাচ। ঘরের মাঠে আরও ভালো উইকেটের প্রত্যাশায় আছেন ধোনি। আরো ব্যাটিং সহায়ক উইকেট পেলে তার দল আরো ভালো করবে বলেই বিশ্বাস তার।
টানা ৫ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। তারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে চেন্নাইয়ের জয়ের অন্যতম নায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি শেষদিকে নেমে ১১ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন।
এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন পাঞ্জাব কিংসের পেসার লকি ফার্গুসন। এমনটাই নিশ্চিত করেছেন দলটির পেস বোলিং কোচ জেমস হোপস। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২ বল করার পর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই কিউই পেসার।
ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি মায়াঙ্ক যাদব। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে মঙ্গলবার এই পেসার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগ দিচ্ছেন। শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেন তিনি।
পিএসএল অভিষেকেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার স্মরণীয় অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স।