২৭ নভেম্বর শুরু হচ্ছে এলপিএল

এলপিএল
২৭ নভেম্বর শুরু হচ্ছে এলপিএল
এলপিএলের শিরোপা নিয়ে জাফনা কিংসের উল্লাস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সীমা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।

২০২০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ইতোমধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট পঞ্জিকায় একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ আসরে পরিণত হয়েছে। এবারের ম্যাচগুলো আয়োজন করা হবে তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে।

ভেন্যুগুলো হচ্ছে আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম (কলম্বো), পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম। আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটি ভেন্যুই বেশ সুপিরিচিত।

এবারের এলপিএলের পরিচালক সমন্থা ডোডানওয়েলা জানান, আসরের সময় নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে। বিশেষ করে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই এই পরিকল্পনা।

ডোডানওয়েলার ভাষায়, 'এই সময়সূচির মূল উদ্দেশ্য হলো লঙ্কা প্রিমিয়ার লিগকে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির সঙ্গে মিলিয়ে নেয়া।'

দলের গঠন, খেলোয়াড় ড্রাফট এবং পূর্ণাঙ্গ সূচি নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে সামনের মাসগুলোতে। এদিকে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এলপিএলের মাঝের দিকেই বাংলাদেশে শুরু হবে বিপিএল। সেক্ষেত্রে লঙ্কান ক্রিকেটাররা এলপিএল শেষ করে বিপিএলে যোগ দিতে পারেন।

আরো পড়ুন: এলপিএল