এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট থেকে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এর ফলে লঙ্কান ক্রিকেটাররা এই সময় আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে খেলবেন।
লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেব্রুয়ারি–মার্চ মাসে শ্রীলঙ্কা ও ভারতের সহ-আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
সেই টুর্নামেন্টের ‘হোস্ট’ হিসেবে ভেন্যু প্রস্তুত রাখতে সময় দরকার হওয়ায় এলপিএল পিছিয়ে দেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দলের এই ঘরোয়া টি–টোয়েন্টি লিগ আবারও বছরের মাঝামাঝি সময়ে ফিরে আসছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো জানিয়েছেন, ভেন্যু প্রস্তুত ও বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।