
এসএ টোয়েন্টিকে দুনিয়ার দ্বিতীয় সেরা লিগ বানাতে চান স্মিথরা
আইপিএল নিয়ে বেশ কিছু বিতর্ক থাকলেও ক্রিকেটীয় মান, অর্থের ঝনঝনানি, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেব তাদের চাহিদায় সবাইকে ছাড়িয়ে গেছে। নতুন করে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা দেশগুলোর প্রধান লক্ষ্য আইপিএলের পর নিজেদের সেরা বানানো। বছর তিনেক আগে শুরুর হওয়া এসএ টি-টোয়েন্টি লিগের ভাবনাটাও তাই। এসএ টি-টোয়েন্টি লিগের কমিশনার গ্রায়েম স্মিথ জানালেন, ভারতের বাইরে এটিকেই সেরা লিগ বানাতে চান তিনি।