জীবনকে বদলে দিতে শুধুমাত্র একটি মুহূর্ত কিংবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রয়োজন। তবেই না এলোমেলো হিসেবের খাতাগুলো মেলানো যাবে। জালাটকো ডালিচের কথা মনে আছে নিশ্চয়? রাশিয়া ফুটবল বিশ্বকাপ, ক্রোয়েশিয়া এবং একজন ডালিচ। এখন চিনতে নিশ্চই অসুবিধা হচ্ছে না। বিশ্বকাপের আগে কজনেই বা চিনতেন এই ভদ্রলোককে। ছিলেন ছোট মানের কোচ। ফুটবল ক্যারিয়ারে বড় কোনো ক্লাবের হয়েও খেলার সুযোগ মেলেনি তাঁর। এমনকি কখনও ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সিও গায়ে জড়ানো হয়নি।