টুর্নামেন্ট সেরা ও ম্যান অব দ্য ফাইনাল কারান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে
২৬ এপ্রিল ২৫
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস। যদিও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান।
সেই সঙ্গে টুর্নামেন্ট জুড়ে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্যাম কারান। যদিও শিরোপা জিতে এই অলরাউন্ডার জানিয়েছেন তিনি ফাইনালের ম্যাচ সেরা হবেন ভাবেননি। বিশেষ করে স্টোকস যেভাবে খেলেছেন তারই পাওয়ার সম্ভাবনা দেখছিলেন তিনি।

এ প্রসঙ্গে স্যাম বলেন, 'আমি মনে করিনি আমি এটা পাবো। আমি মনে করেছিলাম বেন স্টোকস যেভাবে খেলেছে ফাইনালে হাফ সেঞ্চুরি পেয়েছে এবং সে এমনটা আরও করেছে আমাদের জন্য। তারই পাওয়া উচিত ছিল (ম্যাচ সেরার পুরষ্কার)। এই উপলক্ষ্যটি আমাদের উপভোগ করতে হবে এবং এটা সত্যিই বিশেষ কিছু।'
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে চান রাহুল, খেলতে চান বিশ্বকাপেও
২৫ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডেথ ওভারে খুব বেশি বোলিংয়ের অভিজ্ঞতা ছিল না স্যামের। এবার ডেথ ওভারে তাকেই গুরু দায়িত্ব পালন করতে হয়েছে। নিয়মিত বোলিং করে দলকে সাফল্যও এনে দিয়েছেন। যদিও বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন তিনি।
বিশেষ করে ব্যাট হাতে নিজেকে আরও সাবলীল করতে চান তিনি। তবে ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপে তার ব্যাটিংয়ের সুযোগ পাওয়াই ছিল দুরূহ। ফাইনালে খেলা দলটির ১০ নম্বর পর্যন্তই ব্যাটিং অপশন ছিল ইংলিশদের। তাই কিছুটা আক্ষেপও করেছেন স্যাম।
তিনি বলেন, 'আমি এই টুর্নামেন্টে মানিয়ে নেয়ার চেষ্টা করছুলাম। এর আগে আমি খুব বেশি ডেথ ওভারে বল করেনি এবং এই একটি জায়গায় আমাকে উন্নতি করতে হবে। আমার ব্যাটিংয়েও উন্নতি করতে হবে। এই লাইনআপে ব্যাটিং পাওয়া খুবই কঠিন। এভাবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।'