
পাঞ্জাবের ‘হ্যাটট্রিক’ আটকে দিয়ে জিতল রাজস্থান
রাজস্থান রয়্যালসের বিপক্ষে জিততে শেষ ৩১ বলে পাঞ্জাব কিংসের প্রয়োজন ৭৫ রান। কাজটা কঠিন হলেও নেহাল ওয়াদেরা এবং গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে থাকায় স্বপ্ন দেখছিলেন পাঞ্জাবের সমর্থকরা। এমন সময় মাহিশ থিকশানার অফ স্টাম্পের বাইরের বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় যশস্বী জয়সাওয়ালের হাতে ক্যাচ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন হাফ সেঞ্চুরিয়ান ওয়াদেরা।