কে কিভাবে অবসর নেবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার: শান্ত
ভারত মহাসাগরের কোল ঘেঁষে দাঁড়ানো গল ফোর্ট। শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্গ হিসেবে পরিচিত গল আন্তর্জাতিক স্টেডিয়ামও দাঁড়িয়ে আছে সেটা ঘেঁষেই। ১৭ জুন এখানেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই দুই দেশের অধিনায়ক কিংবা ক্রিকেটারদের নিয়ে বানানো ফেস্টুনই চোখে পড়ার কথা সিরিজ শুরুর আগেরদিন। ওমন ফেস্টুন যে নেই তেমনটা নয়। তবে গলের সবটা আলো এদিন কেড়ে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।