সাকিব-মাশরাফিদের থেকে নেয়া শিক্ষা কাজে লাগাতে চান মিরাজ

বাংলাদেশ
সাকিব-মাশরাফিদের থেকে নেয়া শিক্ষা কাজে লাগাতে চান মিরাজ
গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় দলে ক্যারিয়ারের শুরুটা মুশফিকুর রহিমের অধীনে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ধীরে ধীরে দলের নিয়মিত মুখ হয়ে ওঠা এই অলরাউন্ডার এখন ওয়ানডে দলের নেতৃত্বেও এলেন লম্বা সময়ের জন্য।

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন, অতীত অভিজ্ঞতাই এখন তার মূল ভরসা।

মিরাজ বলেন, 'বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীনে। আমি (খেলোয়াড় হিসেবে) অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।'

মিরাজ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসানের অধীনে—৪১টি। মাশরাফির অধীনে খেলেছেন ৩৮ ম্যাচ, তামিম ইকবালের নেতৃত্বে ৩৫টি। তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শেখার কথাও জানালেন তিনি।

মিরাজ আরো বলেন, 'তারা যেভাবে সিদ্ধান্ত নিতো, শক্তভাবে সিদ্ধান্ত নিতো, সে জিনিসগুলো আমি অনুসরণ করেছি যে কীভাবে নিতো। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয় নিজের। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।'

জাতীয় দলে আসার আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে নেতৃত্বের অভিজ্ঞতা ছিল মিরাজের। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। জাতীয় দলে প্রথমবার অধিনায়ক হন গত বছর, শান্তর অনুপস্থিতিতে। তখন দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন। এবার ওয়ানডেতে দীর্ঘমেয়াদে নেতৃত্বে থাকার সুযোগ পেলেন তিনি।

নতুন ভূমিকা নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মিরাজ বলেন, 'যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ওই পরামর্শগুলো দেবো। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার জন্য। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে না আমি একা নই, আমার সঙ্গে সবাই আছে।'

আরো পড়ুন: মেহেদী হাসান মিরাজ