টি-টোয়েন্টি সিরিজও জিতবে বাংলাদেশ, আশাবাদী রাজ্জাক

বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতবে বাংলাদেশ, আশাবাদী রাজ্জাক
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টিতে চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে লিটন কুমার দাসের দল।

চলতি বছর এটাই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিততে চায় বাংলাদেশ। চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আরকি। দুইটা জিতলেই ভালো হতো। বাট এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা আরকি।'

চলতি বছরের পারফরম্যান্স নিয়ে খুশি থাকলেও রাজ্জাক মনে করেন টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা। যে দল বেশি সময় মোমেন্টাম ধরে রাখতে পারবে তারাই জিতবে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

রাজ্জাক বলেন, 'আমাদের কিন্তু শেষ বেশীরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে? খারাপ কেন বলছেন? আমার কাছে ওরকম মনে হয়নি, কিন্তু এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।'

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব হয়ে থাকে। রাজ্জাক আশাবাদী চট্টগ্রামে ভালো রান হবে। তিনি বলেছেন, 'যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে, যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে আরকি। উইকেট এখনো দেখিনি। জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাআল্লাহ।'

আরো পড়ুন: বাংলাদেশ