৪ অক্টোবর নির্বাচন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৫ সেপ্টেম্বর
অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। চলতি মাসের শুরুতে এমনটা নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে ১৩ সেপ্টেম্বর মিরপুরে বৈঠক করেছে বিসিবি। যেখানে চূড়ান্ত করা হয়েছে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির আগামী নির্বাচন।