হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস
ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে ১১৩ রান করেছিলেন স্যাম কনস্টাস। আলোচনায় থাকার মতো পারফরম্যান্স না করলেও বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়ানো এবং জসপ্রিত বুমরাহর বিপক্ষে সাহসী ব্যাটিং করে অস্ট্রেলিয়ানদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরে তাকে সরিয়ে বছর দুয়েক পর ওপেনিংয়ে জায়গা দেয়া হয় ট্রাভিস হেডকে। যদিও বাঁহাতি এই ব্যাটার নিশ্চিত করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উসমান খাওয়াজার সঙ্গে কনস্টাসই ওপেন করবেন।