জারিনের ৪ উইকেটের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
জারিনের ৪ উইকেটের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পিনার জারিন তাসনিম লাবণ্য, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের অধিনায়ক ইমান নাসিরের সঙ্গে কমল খান, জোফিশান আয়াজ ও শাহার বানুর উইকেট নিয়েছিলেন জারিন তাসনিম লাবণ্য। ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৮৮ রানে আটকে দেয়ার কাজটা ভালোভাবেই করেছিলেন ডানহাতি এই অফ স্পিনার। জারিনের ওমন বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় ৭৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৩ রানের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু স্বাগতিকদের।

কক্সবাজারের একাডেমি মাঠে জয়ের জন্য ৮৯ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে আউট হয়েছেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক মেরে ফিরতে হয়েছে মাইমুনা নাহার স্বর্ণা মণি।

পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিং রুমের পথে হাঁটেন ফারজানা ইয়াসমিন মেধা। ২২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে গিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আরিত্রী নির্জনা মণ্ডল। ৩৮ বলে ২০ রান করে ফিরে গেছেন তিনি।

পরবর্তীতে সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতেই ৭৫ রানে অল আউট হয় স্বাগতিকরা। পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু তিনটি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন দুইটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে অল আউট হওয়ার আগে ৮৮ রান তোলে পাকিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাসির। এ ছাড়া আরিশা আনসারী ২২ ও রাভাইল ফারহান ১০ রান করেছেন। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিয়েছেন জারিন। দুইটি উইকেট নিয়েছেন পেসার হাবিবা ইসলাম পিংকি।

আরো পড়ুন: নারী ক্রিকেট