নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্বে জেসি

নারী ক্রিকেট
নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্বে জেসি
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। বিশ্বকাপে যাওয়ার আগে ড্রেস রিহার্সেল হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং প্যানেলে যুক্ত করা হচ্ছে তাকে। সিলেটে হতে যাওয়া সিরিজে কাজ করবেন টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।

ভারত ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হলেও পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তির কারণে হাইব্রিড মডেলে আয়োজন করা হবে টুর্নামেন্ট। ভারতের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ২ নভেম্বর। ৮ দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা।

টুর্নামেন্টের মাসখানেক বাকি থাকলেও এখনো বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাওয়া ম্যাচ রেফারি ও অনফিল্ড আম্পায়ারদের তালিকা প্রকাশ করেনি আইসিসি। তবে জানা গেছে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সুযোগ পাচ্ছেন জেসি। কিছুদিন আগেই বাংলাদেশের সাবেক ক্রিকেটারকে এমন সুখবর দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেটার জন্য নিজেকে প্রস্তুতও করছেন তিনি।

যার অংশ হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করার দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অনফিল্ড আম্পায়ার হিসেবে সুযোগ হচ্ছে না তাঁর। জানা গেছে, আম্পায়ার প্যানেলে থাকতে পারেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমন।

২০২৪ সালের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে চুক্ত হয়েছিলেন বাংলাদেশের এক জন নারী ম্যাচ রেফারি ও চারজন নারী আম্পায়ার। ম্যাচ রেফারি হিসেবে আন্তর্জাতিক প্যানেলে সুযোগ হয় সুপ্রিয়া রানীর। আর নারী আম্পায়ারদের তালিকায় রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমার সাথে ছিলেন জেসিও। লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিকভাবে কাজ করছেন জেসি।

একই বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে আম্পায়ারিং করেছেন নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও। ডিসেম্বরে দায়িত্ব পালন করেছেন মালয়েশিয়াতে হওয়া অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও।

চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়াতে হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে ছিলেন জেসি। আম্পায়ারিংয়ে আসার আগে বাংলাদেশের হয়ে দুইটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ৩৪ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার। আম্পায়ারিং শুরুর আগে সবশেষ ২০১৩ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন তিনি।

আরো পড়ুন: সাথিরা জাকির জেসি