ওয়ানডেতে এক ধাপ এগিয়ে সাতে বাংলাদেশের মেয়েরা

ছবি: বিসিবি

ভারত, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ শেষে উইমেন’স ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
প্রিমিয়ার লিগ মাতিয়ে বাছাইপর্বের স্কোয়াডে জান্নাতুল-ইশমা-রিতু
১৩ মার্চ ২৫
যেখানে সবশেষ এক বছরের পারফরম্যান্সের শতভাগ বিবেচনায় নেয়া হয়েছে। ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বিবেচনায় নেয়া হয়েছে ৫০ শতাংশ পারফরম্যান্স। এসব বিবেচনায় ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশকে আবারও হারিয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
৮ মে ২৫জ্যোতি-নাহিদ আক্তারদের ঠিক পেছনেই রয়েছে পাকিস্তান। ১০ পয়েন্ট হারিয়ে দুই ধাপ নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পেছনে আছে আয়ারল্যান্ড। তবে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১৬৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যালিসা হিলিরা। ৪০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে ইংল্যান্ড। তিন নম্বরে রয়েছে কদিন আগে ত্রিদেশীয় সিরিজ জেতা ভারত।
আগের মতোই নিজেদের জায়গা ধরে রেখেছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। কদিন আগেই ওয়ানডের মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে র্যাঙ্কিং থেকে ছিটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। এক ধাপ এগিয়ে শীর্ষ পনেরোতে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউগিনি।