তিন ফরম্যাটেই অধিনায়কত্ব বদলের চিন্তা!

সংবাদ
তিন ফরম্যাটেই অধিনায়কত্ব বদলের চিন্তা!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত শ্রীলঙ্কা সফরেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। এরপর অধিনায়কত্বের দায়িত্বভার তুলে দেয়া হয় সাকিব আল হাসানকে। 

এবার সাকিবের ঘাড়ে তুলে দেয়া হলো টেস্টের অধিনায়কত্বও।  আগামী মাসে দুইটি টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর সেই সিরিজে মুশফিকুর রহিমের পরিবর্তে টাইগারদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব।

আর তাঁর ডেপুটি হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার বিসিবির এক সভায় এমনটাই নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিবের ডেপুটি হিসেবে রিয়াদকে নির্বাচিত করা নিয়ে দ্বিধা থেকেই যাচ্ছে।

কারণ টেস্ট ফরম্যাটে আগে থেকেই তামিম ছিলেন সহ অধিনায়ক। তাই তাঁকে সরিয়ে দেয়া কতটা সমীচীন হয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। এর অবশ্য একটি ছোট ব্যাখ্যাও দিয়েছেন পাপন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন শুধু টি টোয়েন্টিতেই সহ অধিনায়ক থাকছেন তামিম। তিনি বলেন, 'তামিম টি-২০ তে ডেপুটি ছিল। তাই থাকবে।'

আগামীতে সাকিব তিন ফরম্যাটেরই অধিনায়ক হতে পারেন বলেও জানান পাপন।  তিন অধিনায়ক মতবাদ খুব শীঘ্রই পরিবর্তন হতে পারে ইঙ্গিত দেন তিনি। বিসিবি প্রধান বলেন, 

'সাকিব হতে পারে পরবর্তীতে তিন ফরম্যাটের ক্যাপ্টেন- হতে পারে। এখানে দু ধরনের মতবাদ আছে। একটা আলোচনা ছিল আমরা তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন নিয়ে কাজ শুরু করব। যেটা আমরা করেছি।'

পাপন আরও বলেন, 'আরেকটা ছিল একই ক্যাপ্টেন তিন ফরম্যাটে থাকা ভালো। দুটোরই ভালো মন্দ আমরা দেখছি। এই মুহূর্তে হওয়ার সুযোগ নেই। মাশরাফি ওডিআই ক্যাপ্টেন। সো হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আপাতত দুজন ক্যাপ্টেনই থাকছে।' 


আরো পড়ুন: this topic