ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা। সুরাঙ্গা লাকমলদের অসাধারণ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ১১২ রানে গুড়িয়ে যায় রোহিত শর্মার দল। জবাবে ২০.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।
ধর্মশালায় ম্যাচের শুরুতেই টসে হারে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া রোহিত শর্মা। অন্যদিকে লঙ্কানদের হয়েও ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই টসসহ ম্যাচটাও জিতে নেয় থিসারা পেরেরা।
টস জিতে ভারত দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় লঙ্কান অধিনায়ক। অধিনায়কের আমন্ত্রণকে মুহূর্তেই উৎসবে পরিণত করে শ্রীলঙ্কান বোলাররা। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা।
পেস বান্ধব উইকেটের সুবিধা নিয়ে দিনের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমালের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন ওপেনার শিখর ধাওয়ান। ২ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ধাওয়ান বিদায় নেয়ার খানিক পরই আরেক ওপেনার রোহিত শর্মাকেও ০ রানে বিদায় করেন এই পেসার। ২ রানে ২ উইকেট হারিয়ে বসা ভারতকে উদ্ধার করতে পারেননি দীনেশ কার্তিক।
দলীয় ৮ রানে তিনিও লাকমালের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন। ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসা ভারত আরও বিপদে পড়েন মনিশ পান্ডে বিদায় নেয়ার পর। ১৬ রানে ৪ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারও বিদায় নেন ম্যাথিউসের বলে। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ১০ রান করে বিদায় নেন পান্ডিয়া। প্রদিপ তুলে নেন তার দ্বিতীয় উইকেট। এর দুই ওভার পর আবারও আঘাত হানেন এই পেসার।
ভুবনশ্বর কুমারকে উইকেটের পেছনে ফিরিয়ে তুলে নেন নিজের চতুর্থ উইকেট। আর তাতেই ২৯ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। টানা উইকেট হারিয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বনিন্ম স্কোর ৩৫ রানের আগেই আউট হওয়ার শঙ্কার মুখে পড়ে ভারত। তবে কুলদিপ যাদবকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি ধুঁকতে থাকা ভারতকে ৪১ রানের জুটি গড়ে সেই লজ্জা থেকএ উদ্ধার করলেও ১১২ রানেই গুড়িয়ে যেতে হয়। সর্বোচ্চ ৬৫ রানের ইংসটি খেলেন সাবেক ভারত অধিনায়ক এমএস ধোনি।
লঙ্কানদের সব বোলারই ভারতের উইকেটে ভাগ বসান। তবে ১০ ওভার বল করে মাত্র ১৩ রান খরচ করে ৪ টি উইকেট তুলেন নেন অভিজ্ঞ সুরাঙ্গা লাকমল। আরেক পেসার নুয়ান প্রদীপ নেন ২ উইকেট। এছাড়া ম্যাথিউজ, পাথিরানা, পেরেরা ও ধানানঞ্জয়া একটি করে উইকেট শিকার করেন। ১১৩ রানের জবাবে মাত্র ১৯ রানে ২ উইকেট তুলে নিয়ে ভারত বোলাররাও ভালোই জবাব দিচ্ছিল। শেষপর্যন্ত উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলা ম্যাথিউজ ও নিরোসন ডিকওয়েলার দৃঢ়তায় ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।