এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ?

ছবি:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নিজেদের মাটিতে খেলতে দেয়নি ভারত। ফলে যুবাদের এই আয়োজন থেকে বঞ্চিত হতে হয়েছিল ভারতকে। এরপরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করেছিল মালয়শিয়া। আবারো একই অবস্থার সম্মুখীন ভারত।
কেননা ২০১৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। আর এবারো যদি ভারত পাকিস্তানকে নিজেদের মাটিতে খেলতে না দেয়, তবে এশিয়া কাপ ২০১৮ আয়োজন থেকে বঞ্চিত হতে পারে দেশটিকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "এটা এখনো পরিস্কার নয় ভারত সরকার পাকিস্তানের ক্রিকেট দলকে ভারতে খেলার অনুমতি দেবে কি না! সরকারের কাছে আবেদন করে এখনো কোনো উত্তর পাইনি।

তবে একান্তই যদি ভারত সরকারের থেকে ছাড়পত্র না পাই, তা হলে যত শিগগির আমাদের বিষয়টা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানাতে হবে। যাতে বিকল্প কোনো আয়োজক দেশের ব্যবস্থা করতে পারে এসিসি।"
এদিকে ভারত যদি এশিয়া কাপের আয়োজন না করে তবে বাংলাদেশেই বসতে পারে জমজমাট এই আসর। কেননা সর্বশেষ তিনবার সহ সবচেয়ে বেশি পাঁচবার সফলভাবে এই আসর আয়োজন করেছে বাংলাদেশ।