চোটের কারনে মাঠের বাইরে মাশরাফি

ছবি:

ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে রংপুরের কাপ্তান মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফির জায়গায় অধিনায়কত্ব করেছেন কিউই সাবেক কাপ্তান ব্র্যান্ডন ম্যাককালাম।
আগের ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল বিধায় ঝুঁকি নিতে চান নি মাশরাফি। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলায় গ্রুপ পর্বের শেষে আনুষ্ঠানিকতার ম্যাচে নিজেকে বিশ্রাম দিয়েছেন তিনি।
বিডিনিউজ২৪কে মাশরাফি বলেছেন, “জয়ের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ আমাদের আছে। সেই চিন্তা থেকে ভেবেছিলাম খেলব।

কিন্তু কুঁচকির ব্যথা এখনও একটু আছে। চাইলে ম্যাচ খেলা যেত। তবে একটু ঝুঁকি থাকত। সামনে ফাইনালে ওঠার লড়াই। তাই শেষ পর্যন্ত বিশ্রামটাকেই ভালো মনে করেছি।”
এবারে বিপিএলে এখন পর্যন্ত বল হাতে মিতব্যয়ী বোলিং (৬.৫৮) করে ১৩ উইকেট নিয়েছেন রংপুরের কাপ্তান। এছাড়া ব্যাট হাতেও অবিশ্বাস্য (১৫২.৩২) স্ট্রাইক রেটে নিয়মিত রান করেছেন মাশরাফি।