শেষ দিনের নাটকের অপেক্ষায় অ্যাডিলেড

ছবি:

ব্রিসবেনে ১০ উইকেটে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছিলো ইংল্যান্ড। এবার সিরিজে সমতা ফেরানোর সুযোগ এসেছে তাদের সামনে। দিবারাত্রির অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে শেষ দিনে ইংলিশদের দরকার ১৭৮ রান।
হাতে আছে ৬ উইকেট। অবশ্য মোট টার্গেট ছিল ৩৫৪। কিন্তু চার উইকেটে ১৭৬ রান ইতিমধ্যেই করে ফেলেছে তারা। পঞ্চম দিন শুরু করবেন অধিনায়ক জো রুট (৬৭*) ও ক্রিস ওকস (৫*)।
অ্যালিস্টার কুক ১৬, মার্ক স্টোনম্যান ৩৬, জেমস ভিঞ্চি ১৫ ও ডেভিড মালান ২৯ রান করে ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেছেন। অজিদের হয়ে মিচেল স্টার্ক দুইটি উইকেট নেন। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও ন্যাথান লায়ন।

তার আগে অবশ্য অ্যান্ডারসন-ওকসের বোলিং তোপের মুখে দাড়াতেই পারেনি অজিরা। মাত্র ১৩৮ রানে গুটিয়ে গিয়েছিলো অজিদের দ্বিতীয় ইনিংস। পাঁচটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ক্রিস ওকস নেন চারটি।
তবে প্রথম ইনিংসে ২১৫ রানের লিডের সুবাদে শেষ পর্যন্ত ৩৫৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে ছুঁড়ে দিতে সমর্থ হয় স্টিভ স্মিথের দল। প্রথম ইনিংসে অজিদের ৪৪২ রানের জবাবে ২২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।
এদিকে এই টেস্ট জিতলে ইতিহাস গড়বেন ইংলিশ ক্রিকেটাররা। কেননা টেস্টে এতো রান তাড়া করে কখনোই জেতেনি তারা। গত ৯০ বছরে মধ্যে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করেছে তারা। অ্যাডিলেড জয় করতে পারলে নতুন রেকর্ড হবে তাদের জন্য।