বিপিএলে বল পেটানোর শীর্ষে ক্যারিবিয়ানরা

ছবি:

ধুন্ধুমার ছয় চারের খেলা টি-টুয়েন্টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ঘরোয়া টুর্নামেন্টগুলো ক্রিকেটের এই ছোট সংস্করণের বাড়তি সংযোজন। যেখানে বলকে অবলীলায় ব্যাটসম্যানরা বাউন্ডারি ছাড়া করতে চায়।
তবে এবারের বিপিএলে প্রথমদিকে সিলেট পর্বে ব্যাটসম্যানদের বাউন্ডারি আর ওভার-বাউন্ডারিতে কিছুটা ম্লান দেখা গেলেও বিপিএল সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটসম্যানরা ফিরেছে তাদের স্বরূপে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ শেষে সবগুলো দল মিলিয়ে ৮৩৪ টি চার ও ৪১২ টি ছক্কা হাঁকিয়েছে।
সবমিলিয়ে, এবারের আসরে এখন পর্যন্ত ১২৪৬ বার বলকে সীমানা ছাড়া করতে সমর্থ হয়েছেন দেশি বিদেশি ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন ঢাকা ডাইনামাইটসের ওপেনার এভিন লুইস। ৯ ম্যাচে ২৩ ছয় হাঁকিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকার একনম্বরে আছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। এরমধ্যে এক ম্যাচেই সর্বোচ্চ ৯ বার বলকে বাউন্ডারির উপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

১০ ম্যাচে ১৮ ছয় নিয়ে লুইসের পরের অবস্থানে আছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক লুক রঙ্কি। ১১ ম্যাচে সমান ছয় নিয়ে রঙ্কির ঠিক পরের অবস্থানে আছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা কার্লোস ব্র্যাথওয়েট। সর্বোচ্চ ছয় হাঁকানোর তালিকার চার ও পাঁচ নম্বরে আছেন আরো দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ব্যাটসম্যান।
৯ ম্যাচে ১৬ ছয় নিয়ে চারে অবস্থান করছে ঢাকার ব্যাটসম্যান কাইরন পোলার্ড। স্বদেশী পোলার্ডের তুলনায় একম্যাচ কম খেলে ১৫ ছয় নিয়ে পাঁচ নম্বরে অবস্থান রংপুরের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। তবে দেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১১ টি ছয় হাঁকিয়েছেন চিটাগাংয়ের ব্যাটসম্যান আনামুল হক বিজয়।
৯ ম্যাচে ১১টি ছক্কা হাঁকিয়ে সেরাদের মধ্যে নয় নম্বরে আছেন তিনি। আনামুলের থেকে একটি ছয় কম হাঁকিয়ে দশ নম্বরে অবস্থান করছেন খুলনার আরিফুল হক। ১১ ম্যাচে সমান ১০ ছক্কা হাঁকিয়ে ১১ নম্বরে আছেন রংপুরের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।