নিয়ম রক্ষার ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি চিটাগাং-রাজশাহী

ছবি:

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে রাজশাহী কিংস এবং চিটাগাং ভাইকিংস। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে বিপিএলের শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে দু'দলই। তাই আজকের ম্যাচটিকে নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। তবে ছিটকে গেলেও আজকের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী।
কারণ পঞ্চম স্থানে থেকে বিপিএল শেষ করার সুযোগ রয়েছে তাদের জন্য। এই ম্যাচে জয় পেলে এবং সিলেট আগামীকালের ম্যাচে হেরে গেলে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিপিএল শেষ করবে রাজশাহী।
এদিকে কিংসদের নিয়মিত অধিনায়ক অধিনায়ক ড্যারেন স্যামিও আজকের ম্যাচে খেলবেন শোনা যাচ্ছে। সন্তান সম্ভবা স্ত্রী'র পাশে থাকতে কয়েকদিন আগে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। স্যামি ফিরলে আজ তাঁকে অধিনায়কত্ব করতে দেখা যাবে।

অন্যদিকে ভাইকিংসরা যদি আজকের ম্যাচ জিতেও যায় তাহলেও বেশী লাভ হবেনা। কারণ পাঁচ পয়েন্টের সাথে দুই পয়েন্ট যোগ হলে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই থাকতে হবে তাদের। কারণ ৪ ম্যাচ জিতে ছয় নম্বরে অবস্থান করছে ড্যারেন স্যামির রাজশাহী।
রাজশাহী কিংস স্কোয়াড-
ফরহাদ রেজা, জেমস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, মমিনুল হক, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাইম ইসলাম জুনিয়র, নিহাদুজ্জামান, সামিত প্যাটেল, কাজী অনিক, ড্যারেন স্যামি (অধিনায়ক), লেন্ডন সিমন্স, ডোয়াইন স্মিথ, উসামা মির, লুক রাইট, জাকির হাসান।
চিটাগাং ভাইকিংস স্কোয়াড-
আল-আমিন, রায়াদ এমরিট, ইরফান শুক্কুর, ক্রিস জর্ডান, মিসবাহ-উল হক, দিলশান মুনাওয়েরা, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, লুক রঙ্কি (অধিনায়ক), সিকান্দার রাজা, সৌম্য সরকার, শুভাশিষ রায়, সোহরাওয়ার্দি শুভ, সানজামুল ইসলাম, তানবীর হায়দার, তাসকিন আহমেদ, স্টিয়ান ভ্যান জিল।