সুখবর পেলেন মুশফিক

ছবি:

বিপিএলে চিটাগং ভাইকিংসদের বিপক্ষে উইকেট কিপিংয়ের আঙ্গুলের চোট পান রাজশাহী কিংসের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। লেগ স্ট্যাম্পের বাইরের বল ঝাপ দিয়ে ধরতে দিয়ে ব্যাথা পান বাংলাদেশ টেস্ট দলের কাপ্তান।
সেবা নিয়ে ফের কিপিং করলেও বেশীক্ষণ কিপিং করতে পারেননি মুশফিক। তরুন জাকির হাসানের হাতে গ্লাভস তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। দিন শেষে মুশফিকের আঙ্গুলে এক্সরে করা হয়।

রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ এক্সরে রিপোর্টে কোন চিড় খুঁজে পায়নি। তিনি বলেন, ‘মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধুমাত্র ব্যথা আছে।’
ব্যথা কমলেই মাঠে ফিরতে পারবেন রাজশাহী কিংসের অভিজ্ঞ ক্রিকেটার। প্লে অফের লড়াইয়ে ঢাকা পর্বে ফিরেই ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামবে রাজশাহী। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মুশফিকুর রহিমকে পেতে যাচ্ছে রাজশাহী কিংস।