বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

ছবি: পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

ওয়ারিক্যান পেছনে ফেলেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তান নোমান আলীকে। আর মুনির সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহাক আর ভারতের গঙ্গাদি তৃষ্ণা। এই দুজনকেই পেছনে ফেলেছেন মুনি।
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ওয়ারিক্যান। তিনি মুলতানে প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩২ রান খরচায় নেন ৭ উইকেট। যদিও ম্যাচটি জিততে পারেনি ক্যারিবীয়রা।

পাকিস্তান সফরের আগে ক্যারিয়ারে কোনো ৫ উইকেট ছিল না ওয়ারিক্যানের। তার নামের পাশে ছিল ৫৪টি উইকেট। এই সফরে ইনিংসে ৫ উইকেটের সঙ্গে ম্যাচে ১০ উইকেট নেয়ারও কৃতিত্ব গড়েছেন তিনি।
দ্বিতীয় টেস্টে অবশ্য ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব গড়ে ক্যারিবীয়রা। সেই ম্যাচ জয়ে বড় অবদান ছিল ওয়ারিক্যানের। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে এই স্পিনার নেন ৫ উইকেট।
তাতে ম্যাচসেরার পুরষ্কারও ওঠে ওয়ারিক্যানের হাতে। মুনি মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২১৩ রান করে। এর মধ্যে সিডনিতে তিনি খেলেছিলেন ৪৪ বলে ৭৫ রানের ইনিংস। এরপর ৬৩ বলে ৯৪ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন। এর আগে ওয়ানডে সিরিজেও একটি হাফ সেঞ্চুরি ছিল তার।