promotional_ad

লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়

ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়া দল, এসএলসি
প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেমান ও অভিজ্ঞ নাথান লায়নের স্পিনের সামনে দাঁড়াতেই পারলেন না লঙ্কান ব্যাটাররা। স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে গল টেস্টে ইনিংস ও ২৪২ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের এটাই সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে ২০১২ সালে মেলবোর্নে ইনিংস ও ২০১ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা।

promotional_ad

শ্রীলঙ্কারও এতো বড় হারের রেকর্ড নেই। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল লঙ্কানরা। গল টেস্টের চতুর্থ দিন বৃষ্টির দিকেই তাকিয়ে ছিল শ্রীলঙ্কা। কারণ দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির কল্যাণেই চতুর্থ দিনে গড়ায় সিরিজের প্রথম টেস্টটি। তবে এদিন আর বৃষ্টি হয়নি। তবে উইকেটের বৃষ্টির পড়েছে গলে। সারাদিনে মিলিয়ে ১৫ উইকেটের পতন হয়েছে।


আরো পড়ুন

শ্রীলঙ্কা যেতে বাঁধা নেই কুনেমানের

২৪ জানুয়ারি ২৫
চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন ম্যাথু কুনেমান

শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট হয়ে গিয়েছি। ফলে অস্ট্রেলিয়া ৪৮৯ রানের লিড পায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। তারা গুটিয়ে যায় মাত্র ২৪৭ রানে। কুনেমান দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৯ উইকেট। লায়ন দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। আর তাতেই গুঁড়িয়ে গেছে শ্রীলঙ্কা।



promotional_ad

যদিও এই ম্যাচে অস্ট্রেলিয়ার নায়ক উসমান খাওয়াজা। তিনি এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে খেলেছেন ২৩২ রানের ইনিংস। সেই সঙ্গে স্টিভ স্মিথ ও জস ইংলিসের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৬৭৪ রান। শ্রীলঙ্কা এদিন ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে। উইকেট ছিলেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল (৬৩) ও কুশল মেন্ডিস (১০)।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার রানের পাহাড়, বিপর্যয়ে শ্রীলঙ্কা

৩০ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়া দল, এসএলসি

এদিন মেন্ডিস যোগ করতে পেরেছেন আর ১১ রান। এরপর ৯ রান যোগ করে চান্দিমাল আউট হলে শ্রীলঙ্কা শেষ ৩ উইকেটে যোগ করতে পারে কেবল ৯ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর ৩৯ রান এসেছে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। কামিন্দু মেন্ডিস ৩২ ও চান্দিমাল ৩১ রান করলেও আর কেউ বলার মতো রান করতে পারেননি।



দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন কুনেমান ও লায়ন। বাকি দুইটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মিচেল স্টার্ক ও টড মার্ফি। আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এই ম্যাচটিও হবে গলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball