বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা
ছবি: বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ঢাকা ক্যাপিটালস
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। দলটির সি.ই.ও আতিক ফাহাদ নেতৃত্বের দায়িত্ব পেরেরাকে বুঝিয়ে দিয়েছেন। এবারের বিপিএলে দল হিসেবে বেশ গোছানো ঢাকা ক্যাপিটালস।
শেষ মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে দলে ভিড়িয়েছে তারা। এর আগে সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছিল পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে। বেশ কিছুদিন আগেই আফগানিস্তানের দুই অলরাউন্ডার ফারমানউল্লাহ শাফি এবং আমির হামজাকে দলে ভিড়িয়েছে তারা।
সরাসরি চুক্তিতে ড্রাফটের আগেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে চমক দেখিয়েছিল ঢাকার নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি। এই বাঁহাতি পেসারের সঙ্গে যোগ দিয়েছিলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও। দলটির উইকেটের পেছনে দেখা যাবে লিটন কুমার দাসকে। সেই সঙ্গে মারকুটে ব্যাটার সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ারকেও ড্রাফট থেকে দলে নেয় তারা।
বিদেশিদের নিয়েও একের পর এক চমক দিয়েছে ঢাকার দলটি। এই দলের হয়েই বিপিএলে খেলবেন ক্যারিবীয় তারকা ওপেনার জনসন চার্লস, পাকিস্তানের সাইম আইয়ুব ও পাকিস্তানের মির হামজা। আরও কিছু চমক দেখানোর অপেক্ষায় দলটি।
ঢাকা ক্যাপিটালস-
দেশি- মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান রানা।
বিদেশি- জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা হোতাক (আফগানিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (পাকিস্তান), চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা) ও ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান)।