promotional_ad

রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে আসছেন হারিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোহাম্মদ হারিস, দুর্বার রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। সরাসরি চুক্তিতে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত ম্যাচ খেলা হয়নি ডানহাতি এই ব্যাটারের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় চট্টগ্রামের টিম হোটেলে উঠেও ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল তাকে।

promotional_ad

গত মৌসুমে এমন কিছু হলেও এবার অবশ্য এমন বাঁধার মুখে পড়তে হচ্ছে না হারিসকে। পিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র পাওয়ায় দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন তিনি। এক বিবৃতিতে হারিসের খেলার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


পাকিস্তানের হয়ে ৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা হারিস বিপিএলে এর আগে খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ২০২৩ বিপিএলে দলটির হয়ে ৪ ম্যাচে ৬৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তরুণ জিসান আলম কিংবা অভিজ্ঞ এনামুল হকের সঙ্গে রাজশাহীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে। 


হারিস ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন বিলাল খান, সাদ নাসিম ও লাহিরু সামারকুন। আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে তাঁরা। দেশি ক্রিকেটারদের মাঝে বিজয় ছাড়াও তাসকিন আহমেদ, আকবর আলী, ইয়াসির আলী রাব্বিরা রাজশাহীর হয়ে খেলবেন। 


promotional_ad

৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করবে রাজশাহী। কয়েক বছর রাজশাহী নামে ফ্র্যাঞ্চাইজি ফিরেছে তাদের হাত ধরে।


দুর্বার রাজশাহী-


সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস


ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball