promotional_ad

দেশে ফিরলেন টি-টোয়েন্টি সিরিজজয়ী জাকের-তাসকিনরা

জাকের আলী, ক্রিকফ্রেঞ্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পুর্ণাঙ্গ সিরিজ শেষ করে প্রায় দেড় মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ ডিসেম্বর সকালে প্রথম ধাপে আসেন জাতীয় দলের ৪ ক্রিকেটার, নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ।

promotional_ad

তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। ক্রিকেটারদের মাঝে সবার প্রথমে লাউঞ্জ থেকে বের হন নাহিদ রানা। তার পেছন পেছনই বের হন জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদ।


আরো পড়ুন

জোন্স-মানজির মাথায় কী চলছিল জানেন না জাকের

১৪ জানুয়ারি ২৫
সিলেট স্ট্রাইকার্সের হারের পেছনে অন্যতম কারণ অ্যারন জোন্স (বামে), জর্জ মানজি (ডানে) জুটির

তাদের পেছন পেছন বের হয়ে আসেন জাকের আলী অনিক। এই ব্যাটারের চোখে মুখে ছিলো প্রশান্তি এবং আত্মবিশ্বাসের ছাপ। সবার শেষে বিমানবন্দর থেকে বের হন তাসকিন আহমেদ। আজ রবিবার বিকেলে এবং আগামীকাল সোমবার সকালে এসে পৌছানোর কথা রয়েছে দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফদের।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজে সফরটি বেশ ভালোই কেটেছে বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্ট হারলেও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র করে বাংলাদেশ। তারপর অবশ্য ওয়ানডে সিরিজে ভালো যায়নি বাংলাদেশের।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত

১৩ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো

পছন্দের ফরম্যাটে তিনটি ম্যাচেই হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচে তিন শতাধিক রান করেও জয়ের দেখা পাননি মিরাজ-তাসকিনরা।



এরপরের গল্পটা শুধুই সাফল্যের। টি-টোয়েন্টিতে বাংলাদেশ একে একে তিন ম্যাচে হারিয়েছে ক্যারিবীয়দের। সাম্প্রতিক সময় তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসে এটি নিজেদের অন্যতম সেরা সাফল্য বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball