অনুশীলনে চোট পেলেন রাহুল, দুশ্চিন্তায় ভারত
ছবি: লোকেশ রাহুল, ফাইল ফটো
মেলবোর্নের নেটে গত শনিবার ব্যাটিং করছিলেন রাহুল। একটি বল হঠাৎ লাফিয়ে তার ডান হাতে আঘাত করে। ব্যথায় হাত নাড়াতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ফিজিও। তার কাছে হাত দেখান তিনি।
চোট পরীক্ষা করে তাকে উঠে যেতে বলেন ভারতের ফিজিও। সেদিন আর অনুশীলনে দেখা যায়নি রাহুলকে। তার চোট কতটা গুরুতর সে বিষয়ে ভারতীয় দল এখনও কিছু জানায়নি। তবে সমস্যা বেধেছে অন্য জায়গায়।
ব্রিসবেনে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করার সময়ও একটি বল রাহুলের হাতে লাগে। ব্যথা নিয়েই সেই ম্যাচে খেলেন তিনি। করেন হাফ সেঞ্চুরিও। ভারতীয় দলের পক্ষ থেকে কিছু না জানানো হলেও দেশটির গণমাধ্যমের দাবি সেই হাতেই পুনরায় আঘাত পেয়েছেন রাহুল।
মেলবোর্ন টেস্ট শুরু হতে এখনও বাকি চার দিন। এ সময়ের মধ্যে রাহুল সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্টের নির্বাক থাকা নিয়েই চলছে জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত মেলবোর্নে রাহুল না খেললে ওপেনিংয়ে ফিরে যেতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
এখন পর্যন্ত তিনটি টেস্টে ছয়টি ইনিংসে ২৩৫ রান করেছেন রাহুল। সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান তার। তিন ম্যাচ হওয়ার পর আপাতত সিরিজ়টি রয়েছে ১-১ সমতায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাকি দুটি ম্যাচের জিততে হবে ভারতকে।