লঙ্কা টি-টেনে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স
ছবি: লঙ্কা টি-টেন সুপার লিগে চ্যাম্পিয়ন বাংলা টাইগার্স
সাব্বির, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, শেভন ড্যানিয়েলের ব্যাটে ৭ উইকেটে ১৩৩ রান করেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স। লঙ্কা টি-টেন সুপার লিগের ফাইনালে বড় লক্ষ্য তাড়ায় টম অ্যাবলের ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসের পরও ১০৭ রানে থেমেছে জাফনা। ২৬ রানের জয়ে লঙ্কা টি-টেনের প্রথম আসরে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলল বাংলা টাইগার্স। কদিন আগে জিম-আফ্রো টি-টেন লিগেও চ্যাম্পিয়ন হয়েছে তারা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৩৪ রান তাড়ায় কোহলার-ক্যাডমোর ও কুশল মেন্ডিসের ব্যাটে ভালো শুরু পেয়েছিল জাফনা। ধনাঞ্জয়া লাকশানের বিপক্ষে প্রথম ওভারেই ১৭ রান আনেন তাঁরা দুজন। তবে পরের ওভারে উইকেট হারায় দলটি। রিচার্ড গ্লিসনের বলে আউট হয়েছেন ৫ বলে ১০ রান করা কোহলার-ক্যাডমোর। চতুর্থ বলে মেন্ডিসকেও ফিরিয়েছেন গ্লিসন।
ইংল্যান্ডের এই পেসারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়েছেন ৪ বলে ১১ রান করা মেন্ডিস। সেই ওভারে ২ চারে ১১ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন গ্লিসন। তৃতীয় ওভারে চারিথ আসালাঙ্কাকে নিজের শিকার বানিয়েছেন পেসার ইসুরু উদানা। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন অ্যাবল ও পবন রত্নায়েকে। যদিও তাদের জুটি বড় হতে দেননি শানাকা।
বাংলা টাইগার্সের অধিনায়কের ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ১০ রান করা পবন। অধিনায়ক ডেভিড ভিসে, ডোয়াইন প্রিটোরিয়াসের মতো ব্যাটার আউট হয়েছেন দ্রুতই। ফলে একপ্রান্ত আগলে রেখে ২৭ বলে অ্যাবল অপরাজিত ৫৪ রানের ইনিংস খেললেও জাফনাকে জেতাতে পারেননি। বাংলা টাইগার্সের হয়ে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন গ্লিসন। এক ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শানাকা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রান তোলে বাংলা টাইগার্স। তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে এসেছে শাহজাদ ও শেভনের ব্যাট থেকে। এ ছাড়া শানাকা ২১, সাব্বির ১৬ ও কেনার লুইস, লাকশনরা ১০ রান করেছেন। জাফনার হয়ে ট্রাভিন ম্যাথিউ দুটি উইকেট নিয়েছেন।