শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারত-পাকিস্তানের সব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে!

সংবাদ
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারত-পাকিস্তানের সব টুর্নামেন্ট হাইব্রিড মডেলে!
চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের পক্ষে সবাই সম্মত হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। জানা গেছে এর পরিপ্রেক্ষিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির টুর্নামেন্টগুলো পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত।

ক্রিকইনফো জানিয়েছে ২০২৪ থেকে ২০২৭ সালের চক্রে পাকিস্তানে অনুষ্ঠিত ভারতের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। সেই সঙ্গে ভারতে অনুষ্ঠিত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ ও শ্রীলঙ্কা ও ভারতের যৌথভাবে আয়োজন হওয়া ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

এই চুক্তিটি আইসিসির পরবর্তী চক্রেও বহাল  থাকতে পারে। সেক্ষেত্রে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক রয়েছে পাকিস্তান। ফলে এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তানের দাবির মধ্যে ছিল ভারত ও অন্য একটি দেশ নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন।

এই বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছে আইসিসি। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেই ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ পাকিস্তান আয়োজন করতে না পারলে যে ক্ষতি হবে তা পুষিয়ে নিতেই এই প্রস্তাব দিয়েছিল পাকিস্তান।

এদিকে এমন সিদ্ধান্ত আসার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ এখন শুধু সময়ের ব্যাপার। তবে টুর্নামেন্টগুলো যদি হাইব্রিড মডেলে আয়োজন হয়। তবে নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে আয়োজক দেশ। সেক্ষেত্রে আইসিসির অনুমোদন থাকতে হবে।  

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি