সাকিবের ১৩ বলে ২০ রানের পরও হারল গল, করেননি বোলিং
ছবি: সাকিব আল হাসান, গল টাইটান্স
চতুর্থ ম্যাচে জাফনা টাইটান্সের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে সাকিবের গল। এদিন আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান করে দলটি। ওপেনিং জুটিতে ৩২ রান তোলে গল। যদিও এই জুটির ২১ রানই এসেছে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। এরপর ওয়ান ডাউনে নেমে কোনো রান করার আগেই ফিরে যান সান্দুন উইরাকোডি। এরপর ব্যাটিংয়ে আসেন সাকিব।
যদিও এসেই নিরোশান ডিকওয়েলাকে ১১ রান করে ফিরে যেতে দেখেন সাকিব। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকশেকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন সাকিব। ১ ছক্কা ও ৩ চারে তিনি ১৩ বলে করেন ২০ রান। এরপর ১৪ বলে ২০ রান করে রাজাপাকশে আউট হলে খুব বেশিদূর যেতে পারেনি গল। নিচের দিকে কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি।
গলের দেয়া ১১০ রানের লক্ষ্য ৩ উইকেট আর ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় জাফনা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কুশাল মেন্ডিস ও ও টিম কোলহার ক্যাডমোর মিলে তোলেন ৫৩ রান। মেন্ডিস ১৬ বলে ঝড়ো ৩১ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংস জুড়ে ছিল ৪টি ছক্কা। আর কোলহার ফেরেন ২১ বলে ৩২ রান করে। চারিথ আসালাঙ্কা আউট হন ১১ বলে ২৫ রানের ক্যামিও খেলে।
বাকি কাজটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন টম অ্যাবল ও ডেভিড ভিসে। তারা জাফনাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। গলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো, জহির খান ও চামিন্দু উইকরামাসিংহে। এদিন বল হাতে দেখা যায়নি সাকিবকে। শুক্রবারই ইংল্যান্ডে দেয়া বোলিং পরীক্ষার ফল পেয়েছেন সাকিব। সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। এ কারণে সাকিব লঙ্কা টি-টেনে বোলিং করতে পারেননি কিনা জানা যায়নি।