সিলেটের টানা তৃতীয় হার, পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর
ছবি: রংপুর দল, ক্রিকফ্রেঞ্জি
রংপুর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে রংপুরের জয়ের নায়ক নাইম ইসলাম। বাংলাদেশের এক সময়ের তারকা এই ব্যাটার ৩৫ বলে ৫০ রানের ইনিংসে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন শেষদিকে ১২ বলে ২৯ রানের ক্যামিও খেলে রংপুরের জয়ে বড় অবদান রেখেছেন।
অধিনায়ক আকবর আলী ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে ইবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট গেছে তোফায়েল আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ও রাহাতুল ফেরদৌস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৯ রান পায় সিলেট। তৌফিক খান তুষার ১২ রান করে ফিরলেও জিসান আলম করেন ৩১ রান। এই দুই ব্যাটার ফেরার পরই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় পঞ্চাশের আগেই তারা আরও দুই উইকেট হারায়।
এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন তোফায়েল আহমেদ। তিনি একাই ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সিলেটের আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। এর ফলে তাদের সংগ্রহ বড় হয়নি। রংপুরের হয়ে আরিফ আহমেদ ও এনামুল হক নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।