promotional_ad

১ বছর পর ওয়ানডে দলে রাবাদা, ফিরলেন বাভুমা-মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাগিসো রাবাদা, সংগৃহীত
আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দীর্ঘ এক বছর পর দলে ফিরেছেন তারকা পেসার কাগিসো রাবাদা। এ ছাড়া দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার কিউইনা মাফাকা।

promotional_ad

আগামী ১৭ ডিসেম্বর পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। আর ১৯ ও ২২ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে কেপ টাউন ও জোহানেসবার্গে। প্রোটিয়ারা সর্বশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের অক্টোবরে। সেই দল থেকে ৯টি পরিবর্তন আনা হয়েছে।


আগেই জানা গেছে পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না এনরিখ নরকিয়ার। তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি।


promotional_ad

এদিকে মাফাকা প্রোটিয়া দলে একেবারে নতুন নয়। সাউথ আফ্রিকার হয়ে এরই মধ্যে খেলে ফেলেছেন চারটি টি-টোয়েন্টি। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে হয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।


সাউথ আফ্রিকার ওয়ানডে দল-


টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডাসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball