promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। দফায় দফায় আলোচনা করেও এই টুর্নামেন্ট নিয়ে সুখবর দিতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তা দিতে রাজি থাকলেও আগেই জানা গেছে ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি নয়।

promotional_ad

ভারতের চাওয়া হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এই শর্তে রাজি হলেও তারাও পাল্টা শর্ত দিয়েছে আইসিসিকে। লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে তারা। সেই একটি নিরপেক্ষ ভেন্যুতে ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার নিশ্চয়তা চায় তারা।


আইসিসির যত টুর্নামেন্ট থাকে এর মাস তিনেক আগেই সূচি ঘোষণা করা হয়ে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি ঘোষণার সময়সীমাও পেরিয়ে গেছে। ফলে বড় বিপদে পড়তে চলেছে আয়োজক থেকে স্টেক হোল্ডার সবাই। এবার ক্রিকবাজ জানিয়েছে এই ক্ষতি পুষিয়ে নিতে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিতে পারে স্টেকহোল্ডাররা।


promotional_ad

তাদের মতে ওয়ানডের চেয়ে সহজতর এবং দ্রুত প্রভাববিস্তারী টি-টোয়েন্টি। এমনকি ২০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তাও ৫০ ওভারের চেয়ে অনেক বেশি। প্রস্তুতির জন্য অন্তত ৯০ দিনের ডেডলাইন পায় সম্প্রচারকারীরা। এবার ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তারা। 


সবদিক বিবেচনা করে আইসিসি তাদের ডাকেই এবার সাড়া দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। অবশ্য এই ব্যাপারে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সঙ্কেত পায়নি স্টেকহোল্ডাররা। এর আগে ভারত ও পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্তে একমত হতে হবে। এতো অনিশ্চয়তার মাঝেও থেমে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ।


কদিন আগেই বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। প্রথমে কক্সবাজারে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে উন্মুক্ত করে দেয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী কাল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন করা হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতের যাবে শিরোপা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball