promotional_ad

অসাধারণ পেসার-স্পিনারদের বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, বিশ্বাস অ্যামব্রোসের

ক্রিকফ্রেঞ্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটানা ১১টি ম্যাচ জিতলেও সাম্প্রতিক সময়ে টানা দুই হারে সিরিজ হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ সিরিজ হারলেও আগামীতে তাদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন কার্টলি অ্যামব্রোস।

promotional_ad

সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় শিরোপাও জিতে যেতে পারে বলে বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসারের। আর তাই আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে বলছেন অ্যামব্রোস।


আরো পড়ুন

নাহিদ রানার ব্যাপারে বিসিবিকে সতর্ক করলেন অ্যামব্রোস

১১ ডিসেম্বর ২৪
ক্রিকফ্রেঞ্জি

ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে অ্যামব্রোস বলেন, 'তোমাকে প্রথমেই বুঝতে হবে যে, যখন তুমি এসব বড় বড় ইভেন্টে যাবে, তখন সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের মতো কোন সিরিজ না। তখন তুমি পুরো পৃথিবীর বিপক্ষে, সব কটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। তাই এটা সব সময়ই কঠিন। যদি তোমার জন্য কোন দিন খারাপ যায়, বাকি দলগুলোর ভালো যায়, তাহলে দিনশেষে তোমার হেরে বিদায় নিতে হবে।'


'তাই আমি মনে করি না যে বাংলাদেশ ভালো দল নয়। ব্যাপারটা এমন না। তুমি পুরো বিশ্বের বিপক্ষে খেলছো, ব্যাপারটা এতো সহজ না। যেই চাপের মধ্যে থাকতে হয়, তা মোটেই সহজ না। আমি আশা করি বাংলাদেশ যেকোন দিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিশ্বকাপ জিতে যাবে। বলা যায়না। কিন্তু কাজটা খুব একটা সহজ নয়।'



promotional_ad

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নটাও চোখে পড়েছে অ্যামব্রোসের। কয়েক বছর আগেই বাংলাদেশে ছিল স্পিনারদের রাজত্ব। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম ইসলামদের রাজত্বে ম্যাচ জিততে স্পিন বান্ধব উইকেট বানাত বিসিবি।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত

৭ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো

কিন্তু বর্তমানে পাল্টে গেছে প্রেক্ষাপট। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের পথ ধরে উঠে এসেছেন ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবদের মতো পেসাররা। বাংলাদেশের ক্রিকেটে পেসার আর স্পিনারদের এমন সমন্বয় হৃদয় ছুঁয়েছে অ্যামব্রোসের।


তিনি আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেটে যেটা চোখ পড়ে তা হচ্ছে এই দলটির বোলিং। আগে দলটির ৩-৪ জন অসাধারণ স্পিনার ছিল। এখন দলটিতে বেশ কয়েকজন দারুণ পেসার এসেছে, যা দারুণ ব্যাপার। এখন আর দলটিতে স্পিনবান্ধব কিছু করতে হয় না, পেসাররা নিয়মিত পারফর্ম করছে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি দেখেন। সেখানে ফাস্ট বোলাররা অসাধারণ বোলিং করেছে।'



'দলটির স্পিনার আর পেসারদের মিশ্রণ দেখে আমি খুশি। এভাবেই ক্রিকেটে উন্নতি হয়। আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই, সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করো, এবং বিশ্বাস রাখো যে তোমরা হারাতে পারবে। এটা সহজ হবে না, কিন্তু এটা হতেই পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball