রংপুরের চুক্তির টাকা পাইনি, গায়ানার হয়ে জিততে চাই: তাহির
ছবি: সংগৃহীত
বিপিএল নিয়ে বিভিন্ন সময়ে নানান অভিযোগ শোনা গিয়েছে সংবাদমাধ্যমগুলোতে। যার বেশিরভাগই প্লেয়ারদের সঙ্গে অর্থ নিয়ে লেনদেন সম্পর্কিত। কিন্তু এর আগে ইনিয়ে বিনিয়ে অনেকে বললেও, সরাসরি এই ব্যাপারে মুখ খুলেননি কোনো ক্রিকেটার।
এবার কোন রাগ-ঢাক না রেখেই তাহির অভিযোগ করেছেন ক্যামেরার সামনে, সেটিও গ্লোবাল সুপার লিগের মঞ্চে। যেখানে আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোর বিভিন্ন ক্লাব। রংপুরের বিপক্ষে টসের সময়ই এমন মন্তব্য করেন তাহির।
গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেয়া তাহির বলেন, 'গায়ানার হয়ে ম্যাচটা জিততে চাই ব্যক্তিগত কিছু কারণে। গত বছর রংপুরের হয়ে বিপিএলে খেলেছি, কিন্তু এখনো আমার চুক্তির পুরো টাকা পাইনি। এটাই আমাকে ম্যাচ জিততে অনুপ্রেরণা দিচ্ছে।'
যদিও রংপুরকে হারিয়ে প্রতিশোধ নেয়া হয়নি তাহিরের। ১৫ রানে হেরে যায় তার দল গায়ানা। কিন্তু এমন জয় পেয়েও ম্যাচের আগে শোনা সাবেক সতীর্থের এমন অভিযোগ খুব একটা সুখকর হওয়ার কথা নয় রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের জন্য।
বিপিএলের পরে শুরু হয়েও ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা পাচ্ছে পাকিস্তান সুপার লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগগুলো। অপরদিকে দিন দিন বিদেশী ক্রিকেটারদের আনতে বেগ পেতে হচ্ছে বিপিএলকে।
এর কারণ যে বহির্বিশ্বে বিপিএল নিয়ে সমালোচনা এবং বিদেশী ক্রিকেটারদের সঙ্গে লেনদেনের স্বচ্ছতা না থাকা, তা ধারণা করা হচ্ছিলো অনেক আগে থেকেই। এদিকে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বিপিএলের আসন্ন আসরের সময়সূচী। খেলা মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর থেকে। ৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবার কথা ফাইনাল ম্যাচের।