টি-টোয়েন্টি সিরিজে অতি আত্মবিশ্বাসী হতে চান না জ্যোতি

সংবাদ
টি-টোয়েন্টি সিরিজে অতি আত্মবিশ্বাসী হতে চান না জ্যোতি
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সিরিজের সব ম্যাচই হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এবার দুই দলই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে সিলেটে। সিরিজ শুরুর আগে চা শ্রমিকদের চিরায়ত পোশাক গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।

বৃহস্পতিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সিরিজে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এর ছাপ পড়েছে নারী দলের সিরিজেও। এমন আয়োজনের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানিয়েছেন নারী ক্রিকেটের অগ্রযাত্রায় সহায়ক হবে এসব উদ্যোগ।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন... কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।'

অবশ্য ট্রফি উন্মোচনেই থেমে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের লক্ষ্য নিয়ে জ্যোতি বলেন, 'অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।'

আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশই। এখনও পর্যন্ত ১১ ম্যাচে খেলে ৮টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আর বাকি তিনটিতে জিতেছে আইরিশরা। অবশ্য পরিসংখ্যান পক্ষে থাকলেও অতি আত্মবিশ্বাসী হতে চান না বাংলাদেশ অধিনায়ক। ভালো ক্রিকেট খেলেই সিরিজ জিততে চান তারা।

জ্যোতি বলেন, 'আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।'

আরো পড়ুন: বাংলাদেশ