চেয়ার ভেঙে আইসিসির শাস্তি পেলেন টপলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কর্নওয়ালের পর চোটে বিপিএল শেষ টপলির
২৬ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন রিস টপলি। বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে একটি চেয়ার ভেঙে ফেলেন ইংল্যান্ডের এই পেসার। আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য তাই শাস্তি পেতে হয়েছে টপলিকে।
ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ৩০ বছর বয়সী এই পেসারকে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তাকে নিয়ে অভিযোগ এনেছিলেন ম্যাচ আম্পায়াররা। অপরাধ স্বীকার করার কারণে আর শুনানির প্রয়োজন পড়েনি।

বার্বাডোজে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পঞ্চম ওভারে তৃতীয় বল করার পর পা পিছলে হাঁটুতে আঘাত পান টপলি। সেই বলে ছক্কাও হজম করতে হয় তাকে। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
৭ মার্চ ২৫
আবার যখন খেলা শুরু হয় তখন বোলিং চালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন টপলি। সেই ওভারের চতুর্থ বলে তাকে আরেকটি ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল। আর খেলা চালিয়ে যেতে না পারা টপলি মাঠ ছেড়ে প্যাভিলিয়নের সিঁড়ি বেয়ে ওঠার সময় একটি চেয়ার তুলে সিঁড়ির পাশে আঘাত করে তা ভেঙে ফেলেন।
গত ওয়ানডে বিশ্বকাপেও অনেকটা একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন টপলি। হাতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর একটি চেয়ার তুলে ফেলে দেন তিনি। সেবার অবশ্য ম্যাচ রেফারির কাছে ক্ষমা যেয়ে পার পেয়ে যান তিনি, তবে এবার পড়তে হলো শাস্তির মুখে।
গত ২৪ মাসে এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট টপলির। দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে ম্যাচ নিষেধাজ্ঞা আসবে তার ওপর। আপাতত সেই শঙ্কা থেকে বেশ দূরেই আছেন এই পেসার।