চমক দিয়ে পার্থ টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

Cricket
চমক দিয়ে পার্থ টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

দরজায় কড়া নাড়ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ভারত দল ঘোষণা করেছে আগেই। এবার আয়োজক অস্ট্রেলিয়াও ঘোষণা করল দল। ভারত পাঁচ ম্যাচ সিরিজের দল দিলেও অস্ট্রেলিয়া দিয়েছে শুধু প্রথম টেস্টের দল। ১৩ সদস্যের এই দলে চমক নাথান ম্যাকসুইনি।

আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবারের মতো ডাক পেলেন ম্যাকসুইনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই ব্যাটার এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে করেন ৩৮.১৬ গড়ে দুই হাজার ২৫২ রান। ছয়টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফ সেঞ্চুরি আছে তার।

সাম্প্রতিক সময়ে ভারত ‘এ’ দলকে দুই ম্যাচে হারায় অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেই দলের অধিনায়ক ছিলেন ম্যাকসুইনি, করেছেন হাফ সেঞ্চুরিও। ওপেনিংয়ের পাশাপাশি চার নম্বরে খেলারও সামর্থ্য আছে তার।

ম্যাকসুইনিকে নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ও এমন একজন ক্রিকেটার, যার ক্যারিয়ারে উন্নতির গ্রাফ ওপরের দিকে যাচ্ছে। খুবই গোছানো, স্থির একজন ক্রিকেটার, ওর খেলার ধরন টেস্ট ক্রিকেটের সঙ্গে মানানসই।’

দলে ডাক পাওয়া ম্যাকসুইনি বলেন, ‘শিল্ড ক্রিকেটে গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পেরেছি। মনে হয় আমার খেলার প্রতিনিয়ত উন্নতি ও ভালো হচ্ছে। মনে হচ্ছে নিজের সেরা ক্রিকেটটাই খেলছি।’

দলে আছে আরেকটি চমক। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন জস ইংলিসও। ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলেননি এই উইকেটরক্ষক। দলের বাকি ১১ জন অবশ্য পরিচিত মুখ। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেস আক্রমণে আছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড।

ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ উসমান খাজা, স্টিভ স্মিথের সঙ্গে আছেন ট্রাভিস হেড, মারনাস ল্যাবুশেনের মতো ক্রিকেটাররা। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশানে, নাথান লায়ন ও মিচেল স্টার্ক।

 

আরো পড়ুন: this topic