আফগানিস্তানের টেস্ট দলে ৩ আনক্যাপড ক্রিকেটার

সংবাদ
আফগানিস্তানের টেস্ট দলে ৩ আনক্যাপড ক্রিকেটার
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে খেলতে যাওয়া টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারকে। ওপেনার রিয়াজ হাসানের সঙ্গে আছেন অফস্পিন অলরাউন্ডার শামস উর রহমান এবং পেসার খলিল আহমেদ।

প্রস্তুতি ক্যাম্পের পারফরম্যান্সের পর ভিত্তি করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে বলে দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। চোটের কারণে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ায় অনুমেয়ভাবেই স্কোয়াডে নেই আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান।

ফেব্রুয়ারি-মার্চে হওয়া সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও দলে ছিলেন না ডানহাতি এই লেগ স্পিনার। রশিদ না থাকায় আফগানদের স্পিন বিভাগ সামলাবেন জহির খান এবং জিয়া উর রেহমান। পেসারদের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে নেই নাভিদ জাদরান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেয়া এই পেসার সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন কিউইদের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে।

চোট কাটিয়ে সেরে ওঠার জন্য তাকে তিন-চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আফগানিস্তানের মেডিকেল বিভাগে। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে সেরে উঠবেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

গত মাসে ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না নাভিদ। এ ছাড়া রাখা হয়নি অলরাউন্ডার গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ এবং ইয়াম আরবকে। উইকেটের পেছনে দাঁড়াতে ইকরাম আলীখিলের সঙ্গে লড়াই হবে আফসার জাজাইকে। ৯ সেপ্টেম্বর থেকে ভারতের গ্রেটার নয়দায় কিউইদের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

আফগানিস্তানের স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলীখিল, বাহির শাহ, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, শামস উর রহমান, জিয়া উর রেহমান, জহির খান, কাইস আহমেদ, খলিল আহমেদ এবং নিজাত মাসুদ।

আরো পড়ুন: this topic