ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রেখে দেয়ার পক্ষে অশ্বিন

আইপিএল
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রেখে দেয়ার পক্ষে অশ্বিন
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

গত আইপিএলের পর অনেক ক্রিকেটারই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের বিরোধিতা করে মুখ খুলেছেন। তার মধ্যে রয়েছেন রোহিত শর্মাও। তবে এ বার ভারতীয় অধিনায়কের উল্টো সুর শোনা গেল রবিচন্দ্রন অশ্বিনের গলায়। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম রেখে দেওয়ার পক্ষে মত দিলেন তিনি।

রোহিত বলেছিলেন, তিনি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমর্থক নন। কারণ, এতে অলরাউন্ডার উঠে আসা কমে যাচ্ছে। ভাল মানের অলরাউন্ডার তৈরি হচ্ছে না। অতিরিক্ত ব্যাটার খেলানোয় বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলি। অশ্বিন উদাহরণ তুলে ধরে বুঝিয়েছেন কেন এই নিয়ম রেখে দেওয়া দরকার।

সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন অশ্বিন। সেখানে তিনি বলেছেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয়। এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে। অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না। কিন্তু ওদের উঠে আসতে কে বারণ করেছে?'

নিজের এই কথার প্রমাণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ভেঙ্কাটেস আইয়ারের উদাহরণ টেনেছেন অশ্বিন।  ইংলিশ কাউন্টিতে খেলছেন এই ভারতীয় অলরাউন্ডার। সেখানে ব্যাটে বলে দারুণ ছন্দে আছেন। প্রত্যেকটি খেলাতেই নতুনত্বের সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, 'এই প্রজন্মের ক্রিকেটারেরা অলরাউন্ড দক্ষতায় বিশ্বাসী নয়। এমন নয় যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না। একবার ভেঙ্কাটেস আইয়ারকে দেখুন। ল্যাঙ্কাশায়ারে গিয়ে কত ভাল খেলছে। যেকোনো খেলাতেই নতুনত্ব নিয়ে আসার জায়গা রয়েছে। এতে খেলাটারই ভালো হয়।'

রাজস্থান রয়্যালসের একটি ম্যাচের প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, 'রাজস্থান রয়্যালস ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৫ রান তোলার পর শাহবাজ় আহমেদকে তারা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে নিয়ে এসেছিল। সেই শেষ পর্যন্ত হায়দরাবাদকে ম্যাচ জেতায় ২৩ রানে ৩ উইকেট নিয়ে।'

আরো পড়ুন: this topic