promotional_ad

ভারতের বিশ্বকাপ দলে স্বস্তিকা-শ্রেয়াঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ এপ্রিলে বাংলাদেশ সফরে খেলতে এসে হাঁটুর চোটে পড়েছিলেন স্বস্তিকা ভাটিয়া। লম্বা সময় ধরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। এখন পর্যন্ত পুরোপুরি ফিট না হলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে স্বস্তিকাকে। এ ছাড়া ১৫ সদস্যের দলে আছেন শ্রেয়াঙ্কা পাতিলও। তারা দুজনই আছেন ফিটনেস সাপেক্ষে।


নারী আইপিএলের গত আসরে ‍মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ম্যাচে ২০৪ রান করেছিলেন স্বস্তিকা। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন তিনি। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ওপেনার হিসেবে ৩৬ রান করেছিলেন স্বস্তিকা। বাঁ পায়ের হাঁটুর চোটের কারণে পরের ম্যাচগুলোতে খেলা হয়নি তার।


বর্তমানে এনসিএ’তে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আছেন স্বস্তিকা। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় বাঁ’হাতের আঙুলের চোটে পড়েছিলেন শ্রেয়াঙ্কা। স্ক্যান করারপর আঙুলে চিড় ধরা পড়ে তরুণ এই স্পিন অলরাউন্ডারের। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৩.২ ওভার বোলিং করে ১৪ রানে ২ উইকেট নিয়েছিলেন শ্রেয়াঙ্কা।



promotional_ad

বাঁহাতি স্পিনারের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পেলেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন তানুজা। এ ছাড়া উইকেটকিপার উমা ছেত্রী এবং স্পিনার সাইম ঠাকুরকেও রাখা হয়েছে এখানে। এবারও ভারতকে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর।


ভারতের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে স্মৃতি মান্ধানা। ব্যাটিং ইউনিটে তাদের দুজনের সঙ্গে থাকছেন শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, দয়ালান হেমলতা ও রিচা ঘোষ। পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দেবেন রেনুকা সিং। তারকা এই পেসারের সঙ্গে থাকছেন পূজা ভাস্তকার। স্পিনার হিসেবে দীপ্তির সঙ্গে রাধা যাদব ও শ্রেয়াঙ্কাকে দেখা যাবে।


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। ৬ অক্টোবর পাকিস্তানের সঙ্গে খেলতে নামবেন হারমানপ্রীত-স্মৃতিরা।


ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, পূজা ভাস্তকর, অরুন্ধতি রেড্ডি, রেনুকা সিং, দয়ালান হেমলতা, আশা সোবহানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল ও সাজানা সাজিভান।



ট্রাভেলিং রিজার্ভ: উমা ছেত্রী, তানুজা কানওয়ার, সাইমা ঠাকুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball